নিজস্ব প্রতিবেদক।
তখনও মেয়র কাপ ফাইনাল শুরু হতে ঘন্টা দুয়েক বাকি। ই ফাইনাল ম্যাচ ঘিরে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ নেই! বেলা তখন ২টা হয়নি, ব্র্যান্ড দল নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজারের কর্মকর্তা ও সমর্থকরা। দল বল নিয়ে সারা মাঠ প্রদক্ষিণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা। মিনিট তিরিশ পরে একই চিত্র দেখা গেল আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তা ও সমর্থকদের মাঝে, তারাও ব্র্যান্ড দল নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে প্রবেশ করে। আকাশী-নীল জার্সি আর নিজ ক্লাবের পতাকা হাতে সারা মাঠ ঘুরে আবাহনী। দুই দলের সমর্থকদের বাইরে হাজার হাজার ফুটবল প্রেমিদের আগমনে মুখরিত হয় পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গ্যালারি। সাদাকালোর মোহামেডান আর আকাশী-নীল আবাহনীর মাঠের ফুটবলীয় লড়াই জমে উঠে ঘন্টা খানেক পরে।
দেশের সেরা এই দুই ক্লাব অবশ্যই আগত ফুটবল প্রেমিদের হতাশ করেনি, আবাহনী-মোহামেডানের খেলতে নামা দেশি-বিদেশি ফুটবলাররা তাদের পায়ের জাদুতে মাতিয়ে রাখেন সবাইকে। তবে নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হন দুই দলের খেলোয়াড়। ফলে ট্রাইবেকারে গড়ায় ফাইনাল ম্যাচ। সেখানে ৪-৫ গোলে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি : রবিবার (৫ডিসেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফাইনালে মুখোমুখি হয় আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার ও মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
ফাইনালে মাঠের লড়াইয়ে দুই দলেই ছিল সমানে সমান। প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোল করতে পারেনি আবাহনী ও মোহামেডানের কেউই। ফলে গোল শুন্যে শেষ হয় ফাইনাল ম্যাচের প্রথমার্ধ।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে তারকাবহুল আবাহনী ও মোহামেডান কোনো দল গোল আদায় করে নিতে পারেনি। নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হতে দেখা যায় দুই দলের খেলোয়াড়কে কিন্তু গোলের দেখা পাননি কেউ। ফলে ট্রাইবেকারে গড়ায় ফাইনাল খেলা। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৃষ্ঠপোষক জনাব মোঃ আব্দুস শুকুর, অুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা’র জনাব মোঃ আশিক নুর, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এবং সিলেট গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ শাহেদ প্রমুখ।
Leave a Reply