ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।
‘মানবতার সেবায় মোরা নিয়োজিত, স্বেচ্ছায় রক্তদান করুন সামাজিক অঙ্গীকার পালন করুন’ এমনি এক প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে এক ঝাঁক তরুন যুবকদের সমন্বয়ে গড়া ‘স্বপ্ন পূরণ তরুণ রক্তদান সমাজ কল্যাণ সংস্হা’র জাকজমক পূর্ণভাবে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্টান পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় লামাকাজী নীচ বাজার আশরাফ অটো রাইচ মিলে সংস্হার কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি পালন ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী।
সংস্হার সভাপতি মো. গোলাম নুর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদ নূর এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ৪নং ওয়ার্ডের মেম্বার ফয়সল আহমদ, সংস্থার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জহির উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম মৌলা, আশরাফ অটো রাইস মিলের পরিচালক ফরিদ আহমদ, সংগঠক লোকমান আহমদ ও নেছার আহমদ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্হার অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সংস্হার সাংঠনিক সম্পাদক জুবেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হসারত আল হামদি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজান, সংস্হার সদস্য মোস্তফা, মাহবুব, সুজন আহমদ, নুর হুসেন, বারিক আলী, নাজমুল হক, মো. কাদির, মো. সুনু মিয়া, মো. আবুল হাসনাত, রাজু মিয়া, সাঈদ আহমদ, মো. সজিব, আলি আমজদ, এমদাদ, তারেক আলী, মিজান, ছাইদ আহমদ ২, ছাব্বির আহমদ, বদরুল গনিসহ প্রমুখ।
Leave a Reply