বিশ্বনাথে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল
ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. ও এলাকাবাসী মুর্দেগানদের ইসালে সাওয়াব উপলক্ষ্যে ২০২২ ইংর ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার ৮ জানুয়ারী দুপুর ২ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজাপুর পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে ওই বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক, হাইকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. এর দৌহিত্র ড. আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান।
প্রধান বক্তার নসিহত পেশ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী।
গ্রামের মুরব্বি মৌলভী হাজী আব্দুল মজিদ ও দিলোয়ার আহমদ জিলু মিয়া’র যৌথ সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির ওয়াজ পেশ করেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী রংপুর, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, ছাতকের ধারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন সালেহী, রাজাপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. আব্দুন নূর, রাজাপুর দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মৌলভী মো. ওলিউর রহমান, মাওলানা মনোয়ার খান আতাপুর।
Leave a Reply