ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।
সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৩৮ জন শিক্ষার্থী করোনা টিকা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ২০ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জমায়েত হলে এ দুটি অস্হায়ী টিকা কেন্দ্রে দুটি বুথে শিক্ষার্থীদের ওই টিকা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে টিকা কেন্দ্র পরিদর্শণ করেন ছাত্র ছাত্রীদের উদ্যোশ্যে শান্তনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, থানা পুলিশের সদস্যরা, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ প্রমুখ।
উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আব্দুর রহমান মুসা বলেন এ পর্যন্ত উপজেলার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন, আজ বৃহস্পতিবার এ দুটি কেন্দ্রে ৫৪৩৮ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে রামসুন্দরে ৩৪৮৮ এবং মফিজ আলীতে ১৯৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।
আগামী শনিবার ২২ জানুয়ারী ওই দুটি কেন্দ্রে অবশিষ্ট শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
Leave a Reply