সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃবিলাইছড়িতেও সারাদেশের ন্যায় বিলাইছড়ি ও ফারুয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এবারে ২০২১সালে এস.এস.সি পরীক্ষায় ৩০৯ জন পরীক্ষার্থী (শিক্ষার্থী) অংশগ্রহন করছে বলে জানান বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
শনিবার ১৩ নভেম্বর তিনি আরও জানান, পরীক্ষা দিতে হবে না এমন অর্থাৎ অটো পাস ৮৭ জন শিক্ষার্থী । পরীক্ষার্থী’র মোট ছাত্র -ছাত্রীর মধ্যে প্রায় সমানে সমান।পরীক্ষা অংশগ্রহনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।
মোট পরীক্ষার্থীর মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২৫৮ জন এবং দূর্গম এলাকা ৩ নং ফারুয়া ইউনিয়নের ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে ৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে জানা যায়।
১৪ নভেম্বর সকাল থেকে পরীক্ষা শুরু হলে কেন্দ্র হবে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে।
বিলাইছড়ি প্রতিনিধি।
Leave a Reply