সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি-বিলাইছড়িতে সিনোফার্ম করোনা টিকা মঙ্গলবার ৩১ আগস্ট ১৬৮ জনকে দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারমধ্যে প্রথম ডোজের টিকা পুরুষ ৫৪ জন,মহিলা ৭৪ জন আর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে পুরুষ ২০ জন,মহিলা ২০ জন মোট একশত আট্ষট্টি জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায় যে, এযাবৎ প্রথম ডোজের (এস্ট্রজেনেকা ও সিনোফার্ম)করোনা টিকা দেওয়া হয়েছে ৬৬৩৫ জন এবং দ্বিতীয় ডোজের ৯২৮ জন সবমিলিয়ে ৭৫৬৩ জনকে করোনা টিকা দেওয়ার হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)বিষ্ণু চাকমা আরো জানান,বর্তমানে উপজেলা হাসপাতালে প্রথম ও দ্বিতীয় ডোজের কোন টিকা নেই, সব ভায়াল ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে।
পরবর্তীতে ভায়াল বা টিকা আসলে, আসার সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় জানিয়েছে দেবে বলে জানান।
তিনি আরো জানান, বর্তমানে কোভিত রোগী দুই-একজন বাদে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকীরাও সুস্থর পথে বলেও জানান।
Leave a Reply