সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরে ২৪ তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে পল্টন ঘাট হতে র্যালীটি শুরু করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কিছুক্ষণ দাড়িয়ে থাকে। এবং পুনরায় সেখান থেকে শিল্প কলা মাঠে এসে র্যালীটি শেষ হয়ে শিল্প কলা একাডেমিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ৬ বীর -এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার বিএ – ৭০৩২ লে.কর্ণেল মো: ইসরাত হোসেন পি. এস. সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেজর রাজু আহমেদ, ক্যাপ্টেন মো. মাহীর। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে সুনীল কান্তি দেওয়ান,রামাচরণ মার্মা( রাসেল),বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এবং স্ব- স্ব এলাকার মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বারসহ সেনবাহিনী, পুলিশ ও অন্যান্য বহিনীর সদস্য, নেতা – নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী।
আলোচনা শেষে জোনের পক্ষ হতে ৩ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
Leave a Reply