সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি-মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোড়দার করি দুর্যোগ প্রস্তুতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে – বিলাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি র্যালী বের করে শিল্প কলা প্রাঙ্গনে এসে শেষ করে।
উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথ আয়োজনে শিল্প কলা মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান।
এবং এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা ও থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়ন প্রকল্পের জেলা কর্মকর্তা সুরেশ্বর চাকমা এবং উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটি সদস্য মো.আলনোমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,নারী-পুরুষ।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রকল্পের মাঠ সংগঠক ভাগ্যেমনি ত্রিপুরা ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া যৌথভাবে সঞ্চালনা করেন।
Leave a Reply