সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- সারাদেশের মত বিলাইছড়িতে তীব্র ভূমিকম্প অনূভুত হয়েছে। তীব্র ভূমিকম্প অনূভুত হলেও এখনো কোনো ক্ষয় – ক্ষতির খবর পাওয়া যায়নি। কোথাও কোন ভবন ও পাহাড় ধসে পড়েছে বলে এমন কোন তথ্য জানা যায়নি। বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন জনের কাছ থেকে খবর নিয়ে জানলে তারাও এ তথ্য জানান।
ভূমিকম্পের ফলে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়। ঘুম থেকে উঠতে না উঠতে হঠাৎ এমন ভূ-কম্পনে কখন কোথায় মূহুর্তে কার কি হয় বা না হয় এমন আতঙ্কে কাটিয়েছে সবার মাঝে।
এমন ভয়ানক পরিস্থিতি থেকে রেখাই পেতে উপজেলায় যারা বিল্ডিং-এ ছিলেন তারা তাৎক্ষণিক নিরাপদ স্থান বাইরে খোলা মাঠে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, যারা তং ঘর ও মাছাং ঘরে অবস্থান করছিলেন তারা বলেছেন, তারা যেন কোন দোলনায় দোল খাচ্ছেন বা কেউ যেন দোলনায় দোলাচ্ছেন।
আর একদিকে জানা যায়, হঠাৎ এমন কম্পনের কারণে যাদের ছোট্টো ছেলে আছে বা রয়েছে তাদের বাচ্চাগুলো ভয়ে আতঙ্কে মা ও বা, ও মা ও বা বলে কেঁদেছেন বলেও জানা যায়।
ভূতত্ত্ব বিদ্ ও আবহাওয়া বিদদে্র মতে, ভূমি কম্পের উৎপত্তি স্থল হলো মায়ানমারের হাখা হতে ১৯ কিলোমিটার উত্তর – পশ্চিমে বলে জানা যায় এবং অনূভুত হয়েছিল ভোর ৪ টা ৪৫ মিনিটে। যার কম্পনের মাত্রা ছিল ৬.১। একই ভাবে বিলাইছড়িতে ছিল বলে জানা যায়, কারণ বিলাইছড়ি উপজেলা শেষ সীমানা মায়ানমারের সঙ্গে রয়েছে।
Leave a Reply