রামগড় (খাগড়াছড়ি ) প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।দিবসটি পালনে সোমবার(১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামগড় সরকারি কলেজের প্রভাষক জান্নাতুল নাঈম। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামছুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা ভুপেন ত্রিপুরা ও সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু।পরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply