বিএমএসএফের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মাসুদ মির্জা
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক কতৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট (বুধবার) টেকনাফ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর টেকনাফ উপজেলার শাখার সাবেক সভাপতি আমাদের অর্থনীতি প্রতিনিধি ফরহাদ আমিনের সভাপতিত্বে, টেকনাফ সাংবাদিক ফোরামে সাংগঠনিক সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি মোঃ আরাফাত সানী সঞ্চলনায়, প্রধান অতিথি ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুল কালাম আজাদ, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও আমাদের কক্সবাজার প্রতিনিধি কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আব্দুস সালাম, আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, এশিয়ান টিভি/যুগান্তরের প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক কক্সবাজার বার্তার মিজানুর রহমান মিজান,সময়ের আলো প্রতিনিধি মোঃ শেখ রাসেল, ঢাকা টাইমসের প্রতিনিধি সাইফুদ্দীন আল মুবারক, বাহারছড়া উপকূল সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ, রূপসী গ্রাম প্রতিনিধি নুরুল আলম, রুপালী সৈকত প্রতিনিধি এম এ হাসান, গণসংযোগ প্রতিনিধি এম এন কায়সার জুয়েল, বাংলাদেশ বুলেটিনের সাইফুল ইসলাম।
এ সময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা বলেন, অনতিবিলম্বে (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সিঃ সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত সময়ে প্রতাহার না করা হলে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা মুতাবেক সকল কর্মসূচি পালনে বাধ্য থাকিবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আক্তার হোছেন হিরো, আব্দুর রহমান ইবনে আমিন,ফেপায়েত উল্লাহ,আব্দুল সালাম,আবসার,জোনায়েদ প্রমূখ।
Leave a Reply