স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
দ্বিতীয় তলা বিশিষ্ট বাড়ীর ছাদ জুড়ে নানা প্রজাতির ফুল-ফল, ঔষুধি ও সবজির বাগান যেন দৃষ্টিগোচর। তীল তীল করে ৮-১০ বছর ধরে ছাদ বাগানটি গড়ে তুলেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাবেক এমপি মরহুম আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের পুত্র উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎ।
শখের বশে পৌর শিমলা বাজারের বাড়ীর ছাদে নিজের হাত খরচের টাকা দিয়ে বাগান শুরু করেন তিনি। গত কয়েক বছর এখানে উৎপাদিত শাকসবজি ও ফল তাঁর পরিবারের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে। কিছু কিছু শাকসবজি ও ফল তাঁরা স্বজন ও প্রতিবেশীদেরও দিয়ে থাকেন। তবে ছোট থেকেই বাড়িতে ছাদবাগান করার পরিকল্পনা মন্জুরুল ইসলাম বিদ্যুৎতের।
পরিপাটি ছাদে তৈরি করা শিমের লতায় ধরেছে রঙিন ফুল। ছাদ বাগানে রয়েছে শীতকালীন লাউ, লাল শাক, কচুশাক, পালংশাক, পুঁইশাখ, আলুশাক, রয়েছে-আম, কাঁঠাল, পেঁপে বারোমাসি পেয়ারা, সুইট কমলা, আমড়া, লেবুগাছ। আরো রয়েছে- গোলাপ, জবা, হাসনা হেনা, নিম, পাথর কোচি, তুলসি গাছ ইত্যাদি। বাগানে শিমের মাচার নিচে রয়েছে কয়েকটি চেয়ার আর একটি টেবিল। সাত সকালে সেখানে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকা পড়েন তিনি। সকাল–বিকেল দুবার বাগানের পরিচর্যা করেন তিনি।
ছাদ বাগান করার কারণ জানতে চাইলে মন্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অনেক ছোট থেকেই ইচ্ছা বাড়ীর ছাদে বিভিন্ন প্রজাতির ফুল ফল-সবজির বাগান তৈরি করবো। তাই আজ ৮-১০ বছর যাবত এই বাগানটি তৈরি করেছি। একটি স্লোগান রয়েছে ‘‘বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান’’। এই ধারাবাহিকতাকে ধরে রেখে বিশুদ্ধ সবুজ পরিবেশ তৈরি করার লক্ষে আমার এই ছাদ বাগান তৈরি করেছি। নিজের তৈরি জৈব সার প্রয়োগ করে পরিবারের জন্য ‘সচ্ছ ফরমালিন’ মুক্ত সবজি উপহার দিতে পারি।
আমি মানুষের উদ্যেশে বলতে চাই, নিজের বাড়ীর ফাঁকা জায়গায় বেশি বেশি করে শাকসবজি ফলমূলের বাগান গড়ে তুলেন এবং নিজের উৎপাদিত বিশুদ্ধ শাকসবজি ফলমূল খান। প্রকৃতিকে সবুজের সমারোহ দিয়ে ভরে তুলেন।
Leave a Reply