কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে সব থানা আজ থেকে পাচদিন ব্যাপি পথ নিরাপত্তা ও বারুইপুর জেলা পুলিশের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ও পথ চালিত ফুটপাত কে সাধারণ মানুষের জন্য ব্যাবহার করতে এবং নির্মল ও পরিচ্ছন্ন জেলা পুলিশের নজির স্থাপন করেন যানজট নিরসনে ট্রাফিক আইন নিরাপত্তা দিবসের শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলো ও ম্যাক্স এবং স্যানিটারী এবং মাইক প্রচার শুরু করেন। বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক ও বারুইপুর জেলা পুলিশ এবং বারুইপুর জেলা মহিলা পুলিশ সহ বিভিন্ন এন জি ও ভিলেজ পুলিশের কর্মীরা উপস্থিত হয়। এই শোভাযাত্রার সূচনা করেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারী আই পি এস ও বারুইপুর জেলা পুলিশ সুপার জোনাল শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস। তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন বারুইপুর জেলা পুলিশ অধীন বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ও বারুইপুর জেলা মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু সহ বারুইপুর জেলা পুলিশের অধীনে বিভিন্ন থানার অফিসার ও পুলিশ কর্মকর্তা। এই পথ নিরাপত্তা সপ্তাহ পাচদিন ব্যাপি চলবে। বারুইপুর জেলা পুলিশের অধীনে সব থানা এলাকা যানজট নিরসন ও পথ নিরাপত্তা ব্যাবস্থা দৃড় করতে বদ্ধপরিকর বারুইপুর জেলা পুলিশ। ।
Leave a Reply