চাইথোয়াইমং মারমা রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি ।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে ৫৬ ইঃ বেঙ্গল কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া সাব- ক্যাম্পের সহযোগিতায় অটল ৫৬ কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩৩ জন মোটর বাইক চালক ও সাধারন জনগণের মাঝে হেলমেট বিতরণ করেন বাঙালহালিয়া সাব জোন ক্যাম্প কমান্ডার,লে. শ,ম মুবতাসীম মালিয়াত সৌধ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে । এ বিতরন কালে উপস্থিত ছিলেন, ক্যাম্প ওয়ারেন্ট অফিসার হাফিজ আল ফয়সাল, চন্দ্রঘোনা থানা ওসি তদন্ত ইশতিয়াক আহম্মদ, নব নির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা,(বর্তমান) চেয়ারম্যান ঞোমং মারমা, ৬ নং ওয়ার্ড নব নির্বাচিত মেম্বার শিমুল দাশ সহ রাজস্থলী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমাসহ সাংবাদিক আয়ুব চৌধুরী প্রমুখ। ক্যাম্প কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে আছে এবং থাকবেন। ভবিষ্যতেও দূর্গম এ পার্বত্য এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আপনারা যারা মোটর বাইক চালান আপনাদের নিরাপত্তা দুর্ঘটনা রোধ করার জন্য কাপ্তাই জোন এ কার্যক্রম হাতে নিয়েছেন। সব সময় নিজের নিয়ন্ত্রণে রেখে গাড়ী চালাবেন। ট্রাফিক আইন মেনে গাড়ি চালান সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সব সময় গাড়ি চালানো সময় হেলমেট নিজে পড়ুন অন্য জনকে পড়তে উৎসাহিত করুন। এ দূর্ঘটনায় হতে এরিয়ে চলুন।
Leave a Reply