নয়ন ঘোষ, জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ।
রাজশাহীর বাঘা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ হ্যাকারচক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মোঃ রাকিবুল ইসলাম মিলন(২৮), পিতা-মোঃ আবুল কালাম, সাং-হাবাসপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী। ১৫/৯/২১ তারিখ রাত অনুমান ১.৩০ ঘটিকার দিকে বাঘা থানার এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে একটি পুলিশ টিম মোঃ রাকিবুল ইসলাম মিলনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত ০১টি স্মার্ট ফোন, ০২টি বাটন ফোন, প্রতারাণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড, নগদ ৭৯,৪০০/-, ০৫গ্রাম হেরোইন ও ০২পিচ ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে হ্যাকিং এর মাধ্যমে সে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। এ সংক্রান্তে বাঘা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে।
মো: ইফতে খায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
Leave a Reply