মোঃমহিউদ্দিন বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কতৃক শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে- CRVS ব্যবস্তার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি UID নম্বর প্রদান সংত্রুান্ত বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
এসময়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৃছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুর মোহাম্মদ,কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, এবং উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সরকারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রমে শিক্ষার্থীরা আরো এক ধাপ এগিয়ে যাবে।
Leave a Reply