বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩ নং মারিশ্যা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শুক্রবার বাদে আসর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স স্থায়ী কার্যালয়ে আয়োজিত “এশায়াত মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
সুচিন্তা ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রামের সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান রাজীব এর উপস্থাপনায় আয়োজিত এশায়াত মাহফিলে মডেল টাউন জামে মসজিদের সম্মানিত খতিব ও সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী ছাহেব এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাঘাইছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ফজলে আহমদী পাঠক ফোরামের উপদেষ্টা মুহাম্মদ আলী হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও মাদ্রাসা পাড়া মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম কোম্পানী, বটতলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ কৃষক লীগ বাঘাইছড়ি পৌরসভার সভাপতি মুহাম্মদ ওসমান গনি, এফ ব্লক হেফজখানার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান, সংগঠনের দিঘীনালা-বাঘাইহাট সমন্বিত সাংগঠনিক টিমের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনসারী, বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ আব্দুল সবুর, বাঘাইছড়ি উপজেলা সদর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আব্দুল মাবুদ, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুর রহমান, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, বাঘাইছড়ি পৌরসভায় কর্মরত মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ মাহমুদুর রহমান মাষ্টার, শ্রমিক নেতা মুহাম্মদ সিরাজুল হক, ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহআলম প্রমুখ।
এসম প্রধান অতিথি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ঈমানের পূর্বশর্ত; তাই একটি মাত্র দিনে আবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিনই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন নবী প্রেমিক ঈমানদারগণ। কুরআন ও হাদিসের নির্দেশনা মোতাবেক অন্তরে নবী প্রেম ধারণ করে অধিক পরিমাণ ইবাদতের মাধ্যমে মানুষকে ইনসানে কামেল এ পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। কাগতিয়া দরবারের আধ্যাত্মিক আমল এর মাধ্যমে যুবসমাজ নৈতিক অবক্ষয় হতে মুক্ত থেকে দক্ষ-দেশপ্রেমিক মানবশক্তিতে পরিণত হচ্ছে; যা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী বলেন, সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম-উদ্যোগ-আধ্যাত্মিকতার চর্চা সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে তরিক্বত কনফারেন্স ২০২১, এশায়াত সম্মেলন ২০২১ এবং সর্বশেষ গত ১১ রবিউল আউয়াল কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এর সফলতা কামনা করে পৃথক পৃথক বাণী পাঠিয়ে দরবারের ও তরিক্বতের সফলতা কামনা করেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও দীর্ঘায়ু কামনা করছি।
এশায়াত মাহফিলে গৃহীত কর্মসূচিসমূহঃ পবিত্র কোরআন তেলওয়াত, হামদ-নাত-কছিদা পাঠ, আয়াতে শেফা পাঠ, ফাতেহা শরীফ আদায়, মোরাকাবা মাহফিল, দোয়া ইউনুছ-জিকির-দরুদ শরীফ আদায়, আলোচনা সভা, মিলাদ-কিয়াম-মুনাজাত।
মিলাদ-কিয়াম শেষে দেশ জাতির উন্নতি-অগ্রগতি কামনায়, কাগতিয়া তরিক্বতের রাহবার আওলাদে রাসূল অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব সহ উপস্হিত সকলের হায়াতে খিজরী ও সুস্হতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী ছাহেব।
Leave a Reply