৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।মঙ্গলবার

বাঘাইছড়িতে এশায়াত মাহফিল অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩ নং মারিশ্যা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শুক্রবার বাদে আসর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স স্থায়ী কার্যালয়ে আয়োজিত “এশায়াত মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

 

সুচিন্তা ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রামের সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান রাজীব এর উপস্থাপনায় আয়োজিত এশায়াত মাহফিলে মডেল টাউন জামে মসজিদের সম্মানিত খতিব ও সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী ছাহেব এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাঘাইছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ফজলে আহমদী পাঠক ফোরামের উপদেষ্টা মুহাম্মদ আলী হোসেন।

 

এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও মাদ্রাসা পাড়া মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম কোম্পানী, বটতলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ কৃষক লীগ বাঘাইছড়ি পৌরসভার সভাপতি মুহাম্মদ ওসমান গনি, এফ ব্লক হেফজখানার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান, সংগঠনের দিঘীনালা-বাঘাইহাট সমন্বিত সাংগঠনিক টিমের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনসারী, বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ আব্দুল সবুর, বাঘাইছড়ি উপজেলা সদর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আব্দুল মাবুদ, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুর রহমান, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, বাঘাইছড়ি পৌরসভায় কর্মরত মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ মাহমুদুর রহমান মাষ্টার, শ্রমিক নেতা মুহাম্মদ সিরাজুল হক, ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহআলম প্রমুখ।

 

এসম প্রধান অতিথি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ঈমানের পূর্বশর্ত; তাই একটি মাত্র দিনে আবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিনই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন নবী প্রেমিক ঈমানদারগণ। কুরআন ও হাদিসের নির্দেশনা মোতাবেক অন্তরে নবী প্রেম ধারণ করে অধিক পরিমাণ ইবাদতের মাধ্যমে মানুষকে ইনসানে কামেল এ পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। কাগতিয়া দরবারের আধ্যাত্মিক আমল এর মাধ্যমে যুবসমাজ নৈতিক অবক্ষয় হতে মুক্ত থেকে দক্ষ-দেশপ্রেমিক মানবশক্তিতে পরিণত হচ্ছে; যা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী বলেন, সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম-উদ্যোগ-আধ্যাত্মিকতার চর্চা সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে তরিক্বত কনফারেন্স ২০২১, এশায়াত সম্মেলন ২০২১ এবং সর্বশেষ গত ১১ রবিউল আউয়াল কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এর সফলতা কামনা করে পৃথক পৃথক বাণী পাঠিয়ে দরবারের ও তরিক্বতের সফলতা কামনা করেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও দীর্ঘায়ু কামনা করছি।

 

এশায়াত মাহফিলে গৃহীত কর্মসূচিসমূহঃ পবিত্র কোরআন তেলওয়াত, হামদ-নাত-কছিদা পাঠ, আয়াতে শেফা পাঠ, ফাতেহা শরীফ আদায়, মোরাকাবা মাহফিল, দোয়া ইউনুছ-জিকির-দরুদ শরীফ আদায়, আলোচনা সভা, মিলাদ-কিয়াম-মুনাজাত।

 

মিলাদ-কিয়াম শেষে দেশ জাতির উন্নতি-অগ্রগতি কামনায়, কাগতিয়া তরিক্বতের রাহবার আওলাদে রাসূল অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব সহ উপস্হিত সকলের হায়াতে খিজরী ও সুস্হতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী ছাহেব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলার আয়োজনে ও কয়রা উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম।
এসময় আরও উপস্হিত ছিলেন, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, বাঙ্গালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল সহ সাতটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

নিরাপদ খাদ্যের মূল প্রবন্ধ উপস্হাপন করেন খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।

কয়রায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।