মোঃ আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানে বাকেরগঞ্জের মহা সড়কে গাড়ির বেপরোয়া গতি, ট্রাফিক অব্যবস্থাপনা ও সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে
বরিশাল- কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করছে বাকেরগঞ্জের শিক্ষার্থীরা।
রোববার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা তাসমিম হোসেন ডাকুয়ার উদ্যোগে এই মানব বন্ধনে বাকেরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বরিশালের শহীদ আঃ রব সেরনিয়াবাত সেতু এলাকায় বাস ও মটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী সহ বাকেরগঞ্জ জেএসইউ স্কুলের ২ শিক্ষার্থী নিহত হয়। এর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
Leave a Reply