মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য,সাবেক ছাত্রলীগ কর্মী,বাজার ব্যাবসায়ী,বিশিষ্ট সমাজ সেবক থৈলাফ্রু মারমা প্রকাশ বাংলা মারমার মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন শোক প্রকাশ করেন। শুক্রবার( ২৭ আগষ্ট) সকাল দশটায় রামগড় পৌরসভার দারোগাড়ায় তাঁর নিজ বাড়িতে মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সাবেক জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,উপজেলা আওয়ামী লীগ,বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরর্ষদ শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ,রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাপ্রু চৌধুরী,রামগড় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক ফয়েজ আহম্মদ মিলন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল,কাউন্সিলর কনিকা বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী রুবেল বড়ুয়া ও তাপস বিশ্বাস প্রমূখ।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি পরকালে আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম বলেন, বাংলা মারমা নব্বই দশকে ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।গতকাল রাত নয়টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।তিনি চার মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।দুপুর তিনটায় দারগা পাড়াস্থ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হবে।
Leave a Reply