মোঃ আতিকুল ইসলাম,রায়গঞ্জ প্রতিনিধি।
৯ অক্টোবর শনিবার রাত ২ টার দিকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মোঃ সোহরাওয়ার্দী হোসেন কে আহ্বায়ক এবং এস এম আরিফ কে সদস্য করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির লিষ্ট করে কেন্দ্রীয় প্যাডে স্বাক্ষর করে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দিয়ে বাংলাদেশের শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুর রহমান ও সোহেল রানা তাদের নিজেদের ফেসবুক প্রফাইলে শেয়ার করেন।
নবগঠিত কমিটি নিয়ে জানতে চাইলে সভাপতি আব্দুর রহমান বলেন,সততা নিষ্টা ও সকল বাধা বিপত্তি ও প্রতিরোধ্য ভাবে অতিক্রম করে এগিয়ে যাবে।সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটি সেই সাথে মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিশ্রুতি সাম্য মানবিক মর্যদাও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে গনতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাবে, এটায় আমাদের একান্ত কাম্য।
এ বিষয়ে জেলা শাখার আহ্বায়ক মোঃসোহরাওয়ার্দী হোসন বলেন,তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ব্যতীত ভিন্ন কোন পন্থা নেই এবং সেই সংগ্রামে আমি যেনো অগ্রণী ভূমিকা রাখতে পারি।
Leave a Reply