মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।
প্রশিক্ষণ একাডেমির ভবন নির্মাণের নামে কক্সবাজারের সাতশত একর বনজমি বরাদ্দ দেয়া হলে তা নিশ্চিতভাবে পরিবেশগত মহা বিপর্যয় ডেকে আনবে। এতে বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতামতকে উপেক্ষা করা হয়েছে। ঝিলংজা হিমছড়ি জাতীয় উদ্যান এর অন্তর্ভুক্ত পরিবেশগত সংকটাপন্ন এর রক্ষিত বনভূমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ একাডেমির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। যা দেশের সংবিধান ও প্রচলিত আইন- কানুনের পরিপন্থী। কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার সাংগঠনিক সভায় এসব কথা বলা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার নবগঠিত ঈদগাঁও উপজেলা শাখা ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জামিল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব, জাতীয় নদী কমিশনের সাবেক সদস্যা, পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শারমিন মুরশিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক ফজলুল করিম চৌধুরী, সংগঠনের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা করিম উল্লাহ কলিম, যুব বাপা- বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য নুরতাজ আলম। বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এনামুল হক চৌধুরী ও কক্সবাজার পৌরসভা শাখার সভাপতি কফিল উদ্দিন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি শেফাইল উদ্দিন,সিইএইচ আরডিএফ এর প্রধান নিবার্হী মোহাম্মদ ইলিয়াছ মিয়া, জেলা সার্চ মানবাধিকার সোসাইটি সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল আমীর চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ, জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, ঈদগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিছবাহ উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক বজলুর রহমান। উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও এর সাধারণ সম্পাদক কাফি আনোয়ার ও প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আতা উল্লাহ বুখারী। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply