মোঃ মাসুদ রানা রাশেদ:
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট এর নব নির্মিত জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতিত্ব করেন কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। উদ্বোধক ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদত হোসেন। অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান, কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সহসাধারণ সম্পাদক এ্যাডঃ নিরঞ্জন কুমার সিংহ, লালমনিরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মধু সুদন রায়, কেন্দ্রীয় যুব জোটের সাবেক সদস্য আজমুল হক পুতুল, মাটির মায়ার নির্বাহী পরিচালক রিয়াজুল হক সরকার, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার রায়, উদীচি শিল্পী গোষ্ঠি লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এ্যাডঃ রফিকুল ইসলাম অপু।
Leave a Reply