নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা ।
সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে ডুমুরিয়া নিউজ ২৪.কম অনলাইন নিউজ পোর্টাল এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মজিদ (প্রকাশক দৈনিক সংযোগ বাংলাদেশ) বিশেষ অতিথি , এডভোকেট আবু জাফর (সহ-সম্পাদক দৈনিক সংযোগ বাংলাদেশ), সাংবাদিক মাহাতাব হোসেন সহ-সভাপতি ডুমুরিয়া প্রেসক্লাব, সাংবাদিক সিরাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ডুমুরিয়া প্রেসক্লাব, ডুমুরিয়া নিউজ ২৪.কমের সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী মাসুম, ব্যাবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম, বার্তা সম্পদক গাজী নাসিম,নির্বাহী সম্পাদক মোঃ মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন , সাব্বির হোসেন বাপ্পি বাপ্পি, মুজাহিদুল ইসলাম সেতু, শান্ত,মোঃ ইমরান হোসেন, পার্থ দাস,মিজান মোরশেদ,, বাধন, আসলাম প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চলনা করেন সাংবাদিক মাসুম গাজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ডুমুরিয়া নিউজ ২৪.কম’ অনলাইন পত্রিকাটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। পত্রিকাটির সম্পাদক এলাকার একজন অন্যতম সাংবাদিক হিসাবে পরিচিত বিধায় তার হাত ধরে নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ। থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লেখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা করি ডুমুরিয়া নিউজ ২৪. ডট কম’ সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।
সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম বলেন, শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসবে এবং শক্ত হাতে সেটাকে প্রতিহত করতে হবে এবং ভয় কে জয় করতে হবে।
নিউজ ২৪.কম এর সম্পাদক গাজী মাসুম ও ব্যবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, নিউজ ২৪.কম ডুমুরিয়ার গনমানুষের কথা বলবে, দেশ এবং বিদেশের মাঝে ডুমুরিয়া কে তুলে ধরতে সক্ষম হবে। সরকারের সাফল্যকে সমজের মানুষের কাছে পৌঁছে দেবে। সমাজের সমস্ত রকম অন্যায় অসঙ্গতিকে প্রতি মুহূর্তে ডুমুরিয়া নিউজ ২৪.কম এর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবে। সমাজের সকল অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ডুমুরিয়া নিউজ ২৪.কম সবসময় কথা বলবে, বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply