কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি::
কুলাউড়ার বরমচাল ইউনিয়নের অসহায় দুস্থ ও নিরন্ন মানুষের সহযোগিতার লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের পক্ষ থেকে গুণীজন ও প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক জামিল খাঁন।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) বিকেলে বরমচাল ফুলেরতল বাজার শেডঘরে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রনেতা কামাল হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খোরশেদ আহমদ খাঁন সুইট।
এসময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সমাজ সেবক জয়নুল ইসলাম জুনেদ, মফিজ খাঁন, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ খান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ছাত্রনেতা ফয়েজ উদ্দীন প্রমুখ।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের সভাপতি আব্দুল হাকিম ইমরান, সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাবাজ আলী, প্রচার সম্পাদক মোঃ বেলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক রুহেল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রুহেল মিয়াসহ অনেকে।
এর আগে সমাজসেবক আরজদ খান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের শুরু হয়। অনুষ্ঠানে গুনিজন হিসেবে ইউপি চেয়ারম্যান হাজী খোরশেদ আহমদ খাঁন সুইট, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ছাত্রলীগ নেতা রুকন বকস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ খান, সমাজসেবক মফিজ খাঁন, আলহাজ্জ্ব মোহাম্মদ আনার উদ্দিন, আব্দুল মোক্তাদির মুক্তার, আবুল হোসেন খছরু,জয়নুল ইসলাম জুনেদ, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, কবি ও লেখক এম তোফায়েল হোসাইন খান জমসেদ, সাবেক ইউপি সদস্য পাখি মিয়া।
সংবাদকর্মীদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম।
প্রবাসীদের মধ্যে তৈয়ব সাফাত আলী, আব্দুল হাকিম ইমরান, মোঃ সাবাজ আলী , দুদু মিয়া, মোঃ আব্দুল আজিজ, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, সুহেল আহমদ স্বপন, আব্দুস শহীদ, কাহের উদ্দিন আহমদ,রিয়াজ উদ্দিনকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী গ্রুপের ভুয়সী প্রংসা করেন। বক্তারা প্রবাসীদের গুরুত্ব উল্লেখ করে বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মাতৃভুমির কল্যাণে কাজ করে। এলাকার নিরন্ন অসহায় দুস্থ মানুষের সুযোগ সুবিধা নিয়ে ভাবে। কিন্তু প্রবসীরা দেশে আসলে আমরা তাদের জন্য কিছু করতে পারি না, তারা শুধু আমাদের দিয়েই যায়। তাদেরকে সহযোগিতা করলে না পারলেও আমাদের উচিত তাদেরকে ভালোকাজে উৎসাহ দেয়া।
Leave a Reply