স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি বলেছেন- বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একা নয়। তার জন্য জীবন দিতে প্রস্তুত দেশের লক্ষ লক্ষ মানুষ। গত (২৯আগস্ট) রোববার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার (অফিসার্স ক্লাব আয়োজিত) উপজেলা নির্বাহী কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায় ও নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরোও বলেন, কি অপরাধ করেছিল বঙ্গবন্ধুর পরিবারের? সবাইকে হত্যা করেছিলো নরপশুরা। তবে বর্তমান প্রজন্ম, আগামীপ্রজন্ম এই হত্যার বিচার চাইবে-ই এই বাংলার মাটিতেই। এই বাংলাদেশ ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ। কারো দয়াতে এই বাংলাদেশ নয়। সেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বের বুকে মাথা তোলা দেশ হিসেবে সৃষ্টি করে প্রমাণ করেছেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর মেয়র মনির উদ্দিন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস্ উদ্দিন প্রমূখ।
Leave a Reply