ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী শহরে পৌর সিএনজি ব্যতীত অন্য কোনো যানবাহন চলবে না এমন সিদ্ধান্ত পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর। সিদ্ধান্ত বহাল থাকলেও বাস্তবতার সাথে মিল নেই।
আজ ২৩নভেম্বার সকাল ১১:৫২মিনিট থেকে ১২:৩৮মিনিট পর্যন্ত, দীর্ঘ ৪৬মিনিট শহরের পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু করে ফেনী সরকারি কলেজ, শহীদ মার্কেট, মিজান রোডের পূর্ব মাথা, রেলগেট হয়ে ফারুক হোটেল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় প্রাই ২ শতাধিক সিএনজি, অটো রিক্সা, রিক্সা, পাইভেট গাড়ী, মিনিবাস, বাসসহ রাস্তায় অবস্থানে এ যানজট তীব্র হয়।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন, এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, আগে শহরে ৮শ থেকে ১হাজার সিএনজি চলত। সেটিকে ৪শ থেকে ৫শ’র মধ্যে নিয়ে আসলো পৌরসভা। কিন্তু বহিরাগত সিএনজি প্রবেশে কোন প্রকার বাধা না থাকায় শহীদ মার্কেট রাজাঝির দীঘি প্রবেশপথের মুখে মিজান রোড এর পূর্ব মাথায় বহিরাগত সিএনজির অবস্থান এই যানজট সৃষ্টির একমাত্র উৎস এই ধরনের সিএনজি যন্ত তন্ত পার্কিং।
নাপি ভূঞাঁ নামের এক যাত্রী বলেন, এই ভোগান্তির শেষ কোথায়? আমার বাসা একাডেমি রোডের ফারুক হোটেল সংলগ্ন। সেখান থেকে আগে টাংরোড আসতে গাড়ির জন্য অপেক্ষা করতে হতোনা। বর্তমানে দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করে গাড়িতে আরোহণ করতে হয়। আমি মনে করি শহরের বিভিন্ন জায়গায় যন্ত্র তন্ত্র পার্কিংয়ের জন্য এই ধরনের যানজট সৃষ্টি হয়। তাই পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যন্ত্র তন্ত্র পার্কিং রোদে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে।
Leave a Reply