ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ
ছাগলনাইয়া ও পশুরাম ইউপি নির্বাচনে ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরার যুগে প্রবেশ করলো ফেনী পুলিশ। প্রথমবারের মতো ফেনী জেলা পুলিশ কাজে চালু হলো ‘বডি ওর্ন’ ক্যামেরা। পুলিশে কাজের সচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের আরো গতিশীলতা এই বডি ওর্ন ক্যামেরা। এ উদ্যোগ ফেনীর পুলিশকে আধুনিকায়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে। এই বডি ওর্ন ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। এছাড়া ‘বডি ওর্ন’ ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুম থেকে বা যেকোনো স্থানে বসেই ক্যামেরার সবকিছু তদারকি করা যাবে।
ছোট আকৃতির এই ক্যামেরা দায়িত্বরত একজন পুলিশ সদস্যের সঙ্গে সংযুক্ত করা হবে। এটি অন্যান্য কম্পলসারি অ্যাক্সেসরিজের মতো ইউনিফর্মের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংযুক্ত করা থাকবে।
পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।
Leave a Reply