ইউসুফ মুন্সী,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী শহরের সদর হাসপাতাল মোড় টেকনিক্যাল এলাকায় মেসার্স আব্দুল খালেক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে ৩৮ বোতল ম্যাগডুয়েলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসান ঈমাম জানায়, ২৩ নভেম্বর সকালে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনিক্যাল মোড়স্থ মেসার্স আব্দুল খালেক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল উদ্দিন(২৩), পিতা-মৃত কামাল উদ্দিন, মাতা- জাহানারা বেগম, সাং- দক্ষিন গুথুমা, মজুমদার পাড়া, ইউপি-বক্স মাহমুদ, মোঃ শাহাদত হোসেন(২২), পিতা-মোঃ জাহিদ হোসেন, মাতা- কুলসুম আক্তার, সাং- দক্ষিন গুথুমা (মন্দার বাড়ী), ইউপি-বক্স মাহমুদ, আবুল কালাম পলাশ (২৩), পিতা- মোঃ কামাল, মাতা- জোসনা আক্তার, সাং- দক্ষিন গুথুমা (কাজী বাড়ী), সর্বথানা ও জেলা- ফেনী। পরিদর্শক তদন্ত মোঃ হাসান ঈমামএই বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন এবং কাল আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply