ইউসুফ মুন্সী,ফেনী প্রতিনিধিঃ
ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহ জালাল (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে নয়টার দিকে শহরের মিজান রোডস্থ সোনালী ব্যাংকের সামনে বালু ভর্তি একটি পিকআপ তার মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাতশতি গ্রামের হাজী দীন মোহাম্মদের ছেলে। ফেনী শহরের বড় জামে মসজিদ মার্কেটে মেট্রো পাঞ্জাবি নামে তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply