ইউসুফ মুন্সী, ফেনী সদর প্রতিনিধিঃ
ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য ব্যক্তিদের লাশ দাফনে এগিয়ে এসেছেন ফেনী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাফন টিমের আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া জানান, আমরা এ পর্যন্ত ৪৪ জন মৃত্য ব্যক্তিকে গোসল ও দাফন কার্যক্রম সম্পূর্ণ করেছি।
বাংলাদেশে মহামারি দেখা দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমীর মূফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর নির্দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের গোসল ও লাশ দাফনের জন্য আমরা সিদ্ধান্ত গৃহণ করি। সেই মোতাবেক ২০২০ সাল থেকে জেলার সব উপজেলায় আলাদা আলাদা টিম ঘটন করে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের ব্যবস্থা করি আসছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম জানান, মানুষের সেবা করা এটি একটি মহত কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষরা নিজ খরচে অক্সিজেন সেবা নিতে পারছেন না। তাই আমাদের দলের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪৪জন ব্যক্তিকে এপর্যন্ত গোসল ও দাফন করা হয়েছে। এছাড়াও ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে ২৬ জনকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply