ইউসুফ মুন্সী, ফেনী প্রতিনিধিঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফলতা ও অজর্নে ভরপুর ৩০ টি বছর অতিক্রম করেছে ।
ইশা ছাত্র আন্দোলন এর ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৬ আগস্ট’২১ বৃহস্পতিবার ফেনীর ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্ট এন্ড কনফারেন্স হলে ফেনী জেলার সাবেক দায়িত্বশীল মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী ।
তিনি আরো বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে।
এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন করতে হলে, ক্ষুধা ও শীক্ষাহীনতা দূর করে সাম্য, মানবাধিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
তিনি দেশের সর্বস্তরের ছাত্র-জনতাসহ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ইশা ছাত্র আন্দোলন-এর ৩০ বছরের পথচলা আপনাদের সামনেই রয়েছে। ইসলাম, দেশ ও মানবতার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে আসছি আমরা, সুতরাং সিদ্ধান্ত আপনার। সত্যিকারার্থে যদি আপনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান তাহলে ইশা ছাত্র আন্দোলন-এর ছায়াতলে আপনাকে, আপনার সন্তানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
জেলা সভাপতি এইচ এম. আবু রায়হান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম হাবিবুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য সাবেক ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ আতা উল্যাহ কবীর ভূঁইয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা নূরুল করীম, সেক্রেটারী একরামুল হক ভুঁইয়া,
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সাধারণ সম্মাদক মাওলানা আবদুর রাজ্জাক, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলার সদর মুফতি আবদুর রহমান গিলমান ও জেলা আমালা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply