ইউসুফ মুন্সী,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক,বালিকা) অনুর্ধ্ব-১৯ শহরের একাডেমি ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে ১৭ নভেম্বর বুধবার সকাল ৯.৩০ টায় অনুষ্ঠিত হয়। খেলায় ফেনী জেলার ছয়টি উপজেলা কাবাডি দল অংশ গ্রহণ করে।
খেলার প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমি ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফুলগাজী উপজেলা কাবাডি দল বনাম ফেনী সদর উপজেলা কাবডি দল এবং সোনাগাজী উপজেলা কাবাডি দল বনাম পরশুরাম উপজেলা কাবাডি দল।খেলায় সোনাগাজী চ্যাম্পিয়ন হয়।ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থা সহ. সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
একইদিন বিকাল ৪ টায় ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ. সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বেপ্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন ।বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
Leave a Reply