ফুলপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ জানুয়ারি উপজেলা হলরুমে আজ সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল,সহকারি কমিশনার (ভূমি)ফারজানা আক্তার ববি,ফুলপুুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন,ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।তাই সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।জনগণ যাতে ভোটকেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে সেই পরিবেশ থাকবে।
উল্লেখ্য,১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৮ হাজার ৮৬৩ জন।ভোট কেন্দ্র ১০৫টি বুথের সংখ্যা ৬২৭টি।উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে,৫২ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৭ জন ও সাধারণ সদস্য হিসেবে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply