ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি -মোঃকামরুল ইসলাম খান ।
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাশাটী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো অ-১৪- ১৫৭৭) ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন, ফুলপুর দিউ কলেজ রোডের নাজমুল হক দুলাল মাষ্টারের বড় ছেলে নাজমুস সাকিব (৩৫) ও সিকদার বাড়ির আজমত আলী সিকদারের ছেলে আজহারুল সিকদার (৩৬)।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করেন। পুলিশ কাভার্ড ভ্যান চালক শেরপুর জেলার নওহাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০) কে আটক করেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
Leave a Reply