আলমগীর ইসলাম ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহ ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ দিন ব্যাপী ভিডিপি সদস্যের মৌলিক প্রশিক্ষণ চলছে। উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজে চলমান এই প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী গত ৩১ অক্টোবর, ২০২১ ইং তারিখ থেকে অংশ নিচ্ছে যাদের মধ্যে অর্ধেক পুরুষ সদস্য ও অর্ধেক মহিলা সদস্য রয়েছে। আজ বুধবার সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু প্রশিক্ষক হিসেবে কৃষির আধুনিক কলাকৌশল ও উৎপাদনমুখী কৃষির বিভিন্ন বিষয়ে কথা বলছেন। তিনি এসময় পরিবেশবান্ধব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন সহ কিভাবে বিভিন্ন ফলগাছের যত্ন নিতে হয়ে সে বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুকেদা বেগম।
মূলত ভিডিপির সদস্যের জননিরাপত্তামূলক কাজে ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অবদান রাখতে, সরকারী জরুরী মুহূর্তে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছে যা আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
Leave a Reply