অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ৬ লাখ টাকার চেক পেলেন কয়রা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক, সন্ত্রাসী হামলায় নিহত এসএম হাদিউজ্জামান রাসেলের অসুস্থ মাতা রাবেয়া খাতুন।
সোমবার সকালে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে প্রয়াত ছাত্রলীগ নেতা হাদীউজ্জামান রাসেলের অসুস্থ মায়ের পক্ষে তার পিতা আব্দুস সাত্তার সানার হাতে নগদ ১লক্ষ টাকার চেক ও ৫লক্ষ টাকার সঞ্চয় পত্র তুলে দেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম শাহাবুদ্দিনকে ২লক্ষ, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলামকে ৩লক্ষ, বাগালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান লিটনের অসুস্থ শিশু সন্তানের উন্নত চিকিৎসার জন্য ১লক্ষ টাকার চেকও তুলে দেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সুদৃষ্টি এবং সার্বিক সহযোগিতায় কয়রায় ব্যাপক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হওয়ায় উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছে। সকল শ্রেনীর মানুষের শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমার লক্ষ্য।
উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা অনুদানের চেক গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুশিতে আবেগ- আপ্লুত হয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুদান স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পেয়ে আমি আনন্দিত। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা’র সভাপতিত্বে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আমাদি ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল, বাগালি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, কয়রা প্রেসক্লাবের সভাপতি এস এম হারুন-অর-রশিদ, আ.লীগ নেতা সমরেশ মন্ডল, এস এম জিয়াদ আলী, খয়রুল আলম, গণেশ চন্দ্র মন্ডল, নির্মল কুমার দাশ, আঃ রশিদ মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ইসমাইল হোসেন, বিল্লাল আহমেদ বিল্লু, জিএম মোকতারুল ইসলাম সহ আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গত তিন বছরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবুর একান্ত প্রচেষ্টায় কয়রা উপজেলার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর মাঝে চিকিৎসার জন্য বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়৷
Leave a Reply