প্রভুর কাছে আমার চাওয়া
লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
যথাযথ বন্টন চাই প্রভু
যেনাে বিলি – বন্টনে বাদ না পড়ি,
যথাযথ দৃষ্টি চাই প্রভু
যেনাে সৃষ্টির কৃষ্টি দেখতে পাই,
যথাযথ আলাে চাই প্রভু
যেনাে অন্ধকারে পথ না হারাই।
অভাব – অনটন খরায় না ভুলি তােমায়
জৌলুশ, খ্যাতি , রাজকীয় প্রতিনিধি
নেই কোনাে হাপিত্যেশ , হতাশা একটুখানি,
চাই না রাজা হতে হে রাজাধিরাজ!
চাই গােলাম হতে তােমার সৃষ্টি সেবায় ।
হাজার বছর বাঁচতে চাইনা, তোমার দ্বীন কায়েমে শহীদ হতে চাই।
যথাযথ দয়া চাই দয়াময়ী আমার,
যেনাে তােমার দয়ার মায়ায় বাদ না পড়ি
যথাযথ করুণা চাই , চাই কৃপা প্রভু,
রুগ্ন জীবনের রিক্ত পথেও যেনাে না ভুলি তােমায়, অবাধ্য , অকৃতজ্ঞ এই আমাকে ক্ষমা করাে হে দয়াময় প্রভু।
Leave a Reply