কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকাল থেকে মুশাল ধারা বৃষ্টিপাতের ফলে বঙ্গীয় উপকূলে আঘাত হানে ঘনো নিন্ম চাপ সেই সঙ্গে বইতেছে প্রবল হাওয়া ও ভারি বৃষ্টিপাত। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার এবং দুই মেদিনীপুর জেলা ও হাওড়া এবং হুগলি সহ বহু যায়গায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বহু যায়গায় বন্যা দেখা দিয়েছে। বহু যায়গায় ঘরবাড়ি অধডোবা অবস্হা। মেদিনীপুর জেলার ঘাটাল থানা জলের তলায় রয়েছে। কলকাতা ও বারুইপুর এবং সোনারপুর এবং হাওড়ার বহু যায়গায় জল জমে গেছে। গাড়ি ঘোড়া চলাচল বিগ্ন ঘটেছে। যানবাহন চলাচল করছে খুব কম। বহু যায়গায় রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে বন্যার জল। ইতিমধ্যে পশ্চিম বাংলার সরকার বন্যা দুরগত মানুষের কাছে পৌঁছে যেতে প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের নামিয়ে দিয়েছে। সেই সঙ্গে ত্রাণ বিতরণ করতে প্রশাসন কে নির্দেশ দিয়েছে।।
Leave a Reply