মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে শতাধিক অসহায় ও ছিন্নমূল বেদে পরিবারের মধ্যে ঈদ সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্যা।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে উন্নত মানের চাউল, চিনি, তেল, দুধ, সেমাই।
এ সময় মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, অসহায় ছিন্নমূল বেদে পরিবারের সদস্যরা কিছুটা হলেও স্বাচ্ছন্দে যাকে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, এজন্য পুলিশ সুপার মানবিক জাগ্রতবোধ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বলেন, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বেদে সম্প্রদায়কে মূল স্রোতধারায় নিয়ে আসতে নানা উদ্যোগ নিয়েছেন
Leave a Reply