রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্য সামনে রেখে আজ জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ । শনিবার পীরগাছা উপজেলা মৎস্য সম্পদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাকিবুর রহমান মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে। এছাড়াও উপজেলার ১৩টি পুকুরে ৪২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। মতবিনিময় সভায় উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply