রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় বাড়ি ও দোকানে গিয়ে হুমকি-ধামকিতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আকবার আলী (৫০) ওই ইউনিয়নের জগজীবন গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে। সকাল সাড়ে ১২ টার দিকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলেকে প্রথমে হুমকি ও ভয়ভীতি দেখান। পরে তারা পাশ^বর্তী মমিন বাজারে ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে হুমকি দিলে চেয়ারম্যানের উপস্থিতিতে ওই ব্যবসায়ী মারা যান। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ওই ব্যবসায়ীর ছেলে মুকুল মিয়া (১৮) বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমানের হয়ে কাজ করতাম। আমার বাবা স্থানীয় মমিন বাজারে দোকান করতো। শুক্রবার সকাল ১২ টার দিকে আমি ঘরে থাকা কালীন চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা আমাদের বাড়িতে এসে তার পক্ষে কাজ না করার অভিযোগে আমাকে ও আমার পরিবারকে দেখে নিবে বলে শাসাতে থাকেন। এসময় তার কর্মী-সমর্থকরা হইচই করে গালিগালাজ করতে করতে বেড়িয়ে যান। পরে তারা ওই বাজারে গিয়ে আমার বাবা আকবার আলীকে গালিগালাজ ও হুমকি-ধামকি দিলে তিনি ভয়ে হৃদক্রীয়া বন্ধ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা ধারণ করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে অন্নদানগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর স্ত্রী মমেনা বেগম ও ছেলে মুকুল মিয়ার সাথে আমার কথা হয়েছে। কোন হুমকি-ধামকি দেয়া হয়নি। আর ওই ব্যবসায়ীর সাথে আমার দেখা হয়নি।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওই পরিবারটি মামলা দিতে রাজি হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply