এম এফ এইচ রাজু,পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকল্পের বরাদ্ধ, করোনার সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার ও সেলাই মেশিনের ফরম বিতরণ উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছে পিরোজপুর জেলা পরিষদ।
বুধবার ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন কমপ্লেক্সে মঠবাড়িয়া ও নাজিরপুরের উপজেলা ও ইউনিয়নের জনপ্রতিনিধির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার ।
এসময় উপস্থিত মঠবাড়িয়া এবং নাজিরপুর উপজেলার সকল ইউপি সদস্য, পৌর কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দ তাদের বক্তব্যে
আগামী জেলা পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মহারাজকে পুনরায় পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply