এম এফ এইচ রাজু,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সভা কক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ।
সভা শেষে, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য পিরোজপুর সদর উপজেলার ৪ টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে ৭৮ টি সুরক্ষা প্যাকেট হস্তান্তর করা হয়।
প্রতিটি প্যাকেটে রয়েছে মাস্ক, হ্যান্ডওয়াস, সাবান, স্যানেটাইজার। এছাড়াও উপজেলায় ৩ টি ও প্রতিটি ইউনিয়নে ১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় ও ইউনিয়নে
৪৫ হাজার মাক্স, ১৫ হাজার হ্যান্ডওয়াস, ১৫ হাজার স্যানিটাইজার,১৫ হাজার সাবান, ৮৫ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণের ঘোষণা দেন প্রধান অতিথি।
Leave a Reply