মোঃ আনিসুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার মোংলার পৌর এলাকার গিয়াস উদ্দিন সড়কে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।
শুক্রবার ( ২৭ আগষ্ট) আনুমানিক ভোর ৪টায় মোংলা উপজেলার মাকোরডোন এলাকার কবির শেখের মেয়ে ও গিয়াস উদ্দিন সড়কের হোসেন খা এর পুত্র মোঃ কামরুল ইসলাম এর স্ত্রী গৃহবধূ জেসমিন আক্তার (১৯) গিয়াস উদ্দিন সড়কে ভাড়া বাসায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আত্মহত্যা করা জেসমিনের ১বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
মোংলা থানার (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী জানান,পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিতে পারে।তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
‘লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ অফিসার।
Leave a Reply