শামীম তালুকদার।
পাপড়ী রক্ত দান ফাউন্ডেশন ‘(একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন) এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হক ফিরোজশাহী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আগামী এক বছরের জন্য ‘পাপড়ী রক্ত দান ফাউন্ডেশন ‘ ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি ১৩ অক্টোবর ২০২১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত হয়েছেন নূর উদ্দিন মন্ডল দুলাল (সাংবাদিক), তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোঃ খলিলুর রহমান শেখ (ইকবাল) সাংবাদিক, পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এমদাদুল ইসলাম (সাংবাদিক) নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম,আর মাসুম, সামাজ সেবা ও খেলা ধূলা বিষয়ক উপদেষ্টা শেখ ফরিদ (ব্যবসায়ী),সামাজিক আন্দোলন ও হাওর বিষয়ক উপদেষ্টা হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন (শিক্ষক ও সাংবাদিক) ,শিক্ষা বিষয়ক উপদেষ্টা সামছুদ্দোহা ফরিদ (শিক্ষক ও সাংবাদিক), সম্মানিত উপদেষ্টা যথাক্রমে মোস্তাক আহম্মেদ খান(সাংবাদিক),আবুল মনসুর আহম্মেদ (অবঃশিক্ষক), মোঃ হাবিবুর রহমান জামাল(ব্যবসায়ী), রফিকুল ইসলাম রফিক (ব্যবসায়ী) ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে২০১৮ সালে পাপড়ী রক্ত দান ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে এবং জন কল্যাণার্থে পাপড়ী রক্ত দান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
Leave a Reply