নিজস্ব প্রতিবেদক ।
খাগড়াছড়ির পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম’র নির্দেশনায় ও ব্যবসায়ীদের উদ্যোগে পানছড়ি বাজার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষের দিকে।
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পানছড়ি বাজার পরিস্কার পরিচ্ছন্নতার চলমান কাজ পরিদর্শনে আসেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য বাহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা তপন কান্তি বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, বাজার পরিচালনা কমিটির সদস্য মো. ইউসুফ ও সঞ্জিত দেবনাথ প্রমূখ।
ওসি আনচারুল করিম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা একটি বাজারের সৌন্দর্য বৃদ্ধি করে। দ্রুত বাজার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করায় বাজারের ব্যাবসায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
Leave a Reply