রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা
রেঞ্জের আওতায় পুষ্পকাটি টহল ফাড়ী এলাকার পাকড়াতলী চর হতে বনবিভাগের
কর্মকর্তাবৃন্দ ভারতীয় ৪ জেলে সহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছেন।
বনবিভাগের কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে অভিযানে আটককৃত জেলেরা হলেন
ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কীমের বঙ্কিম
মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের
প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীপুর
এলাকার সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন
সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।
বনবিভাগের কর্মকর্তাবৃন্দ জানান, আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে
দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে
যাচ্ছে।
এমতাবস্থায় বন বিভাগের অভিযানে শনিবার বিকাল অনুমানিক ৫ টার দিকে তাদেরকে
আটক করা হয়।আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। মামলা
নং-পিওআর নং ০২/ পুষ্প অব ২১-২২।
রবিবার আটককৃত জেলেদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন
কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কতৃক আটক ভারতীয় ৪ জেলে।
Leave a Reply