মো আজিজুল ,পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
আজ রোজ শুক্রবার (১৭/০৯/২০২১) কয় এক জন তরুনদের উদ্যোগে খাবার বিতারন
পটুয়াখালী জেলার দুমকী উপজেলা কিছু তরুণরা দুমকী উপজেলার পাগলা লেবুখালী অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল
দেশে জুরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানসিক ভারসাম্যহীন মানুষ। যারা ঠিক মতো না পায় খেতে আর না পায় পরতে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পটুয়াখালী জেলার তরুণরা। প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তত কিছু মানুষ হলেও তাদের মুখে খাবার তুলে দিতে।
তারই নিমিত্তে আজ মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয় হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার তরুন মো বাইজিদ চৌধুরী হাসিব আহমেদ, আবু রাহান, ইফতেখার সাদিদ,আরো অনেকে।
বাইজিদ আরো বলেন তাদের কাজ প্রতিনিয়ত চালু আছে ।
এসময় মো বাইজিদ চৌধুরী জানান প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের কে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।
তাই তাদের উদ্দেশ্য হচ্ছে ছিন্নমুল গরীব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ানো সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা।তাইতো তাদের স্লোগান চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে
Leave a Reply