রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পঞ্চগড় এলাকার এক শিশু কন্যাকে উদ্ধার পূর্বক পঞ্চগড় জেলা পুলিশের নিকট সোপর্দ করলেন শ্যামনগর থানা পুলিশ।
শিশু কন্যার নাম ইশিতা আক্তার আদুরী। তার বয়স অনুমান ১৭ বছর। সে পঞ্চগড় জেলা ও পঞ্চগড় উপজেলার ডোকরোপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের কন্যা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরর্শেদ বলেন ইশিতা আক্তারের ব্যাপারে পঞ্চগড় থানায় পরিবারের পক্ষ থেকে একটি ডাইরী করা হয়েছিল। তাকে উদ্ধার পূর্বক জেলা পঞ্চগড় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শ্যামনগর সিডিওর প্রতিষ্ঠাতা গাজী ইমরান বলেন মঙ্গলবার উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ড থেকে ইশিতা আক্তার আদুরীকে ঘোরাফেরা করতে দেখলে সিডিওর অন্যান্য সদস্যবৃন্দ সহ তিনি শ্যামনগর থানা পুলিশকে সংবাদদেন। পর পরই থানা পুলিশ তাকে উদ্ধার করে। তিনি বলেন ইশিতা আক্তার জানায় পঞ্চগড় থেকে অন্য কোথাও নামার কথা থাকলেও মাইক্রোগাড়ীতে ভ’ল করে শ্যামনগর চলে এসেছেন।
ছবি- শ্যামনগর থানা পুলিশের উদ্ধার পঞ্চগড় এলাকার শিশু কন্যা।
রনজিৎ বর্মন
তাং-৪.৮.২১
Leave a Reply