মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।
পঞ্চগড়ে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বেধন করা হয়েছে।
সোমবার ২৭/০৯/২০২১ ইং সদর উপজেলার জগদল দাখিল মাদরাসায় পঞ্চগড় যুব উন্নয়ন অফিসের আয়োজনে গাভী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বেধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম। এসময় তিনি বলেন বেকারত্ব দূরীকরণে গাভী পালন একটি অন্যতম সহায়ক হবে বলে আমি মনে করি।
এসময় তিনি বলেন গাভী পালন একটি লাভজনক পেশা। এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার যুব সমাজ লাভবান হবেন। গাভী পালন প্রশিক্ষণ কোর্সের সভাপতিত্ব করেন জনাব মোকসেদুল কবীর উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। এসময় গাভী পালনে করনীয় পদক্ষেপ সমুহ আলোচনা করেন। গাভী পালনকে কিভাবে লাভজনক পেশা হিসেবে রুপান্তরিত করা যায় সে বিষয়ে উপস্থিত যুব সমাজের সামনে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জগদল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল দেলওয়ার হোসেন,সপ্ন সমাজ কল্যান সংস্থা কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক রুবেল ইসলাম সহ অনান্যরা।
Leave a Reply